ইসলামী ব্যাংক এম ক্যাশ একাউন্ট খোলার নিয়ম | Islami Bank mcash Account Open

ইসলামী ব্যাংক এম ক্যাশ একাউন্ট খোলার নিয়ম: আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন। আজকের এই পোস্টে আমি আপনাদের জানাবো, ইসলামী ব্যাংক এম ক্যাশ একাউন্ট খোলার নিয়ম। mCash হচ্ছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের একটি মোবাইল ব্যাংকিং সিস্টেম। এম ক্যাশ একাউন্ট বিকাশ, নগদ ও অন্যান্য মোবাইল ব্যাংকিং সিস্টেম গুলোর মত ইউএসডি কোড *২৫৯# ডায়াল করে সকল মেনু/ ফিচার  ব্যবহার করা যাবে।

ইসলামী ব্যাংক এম ক্যাশ একাউন্ট খোলার নিয়ম
ইসলামী ব্যাংক এম ক্যাশ একাউন্ট খোলার নিয়ম


ইসলামী ব্যাংকের সেলফিন একাউন্ট থেকে এম ক্যাশ একাউন্টে  সহজে টাকা আনা যায়। এম ক্যাশ একাউন্ট থেকে এম ক্যাশ একাউন্ট, ইসলামী ব্যাংকের আইবিবিএল একাউন্ট, এম ক্যাশ এজেন্ট এবং ইসলামী ব্যাংকের এটিএম বুথ থেকে সহজে টাকা উত্তোলন করা যায়। 

আরও পড়ুনঃ ইসলামী ব্যাংকের সেলফিন একাউন্ট খোলার নিয়ম

আপনাদের মধ্যে যারা ইসলামী ব্যাংক এম ক্যাশ একাউন্ট খোলার নিয়ম এবং ইসলামী ব্যাংক এম ক্যাশ সম্পর্কে জানতে ইচ্ছুক তাদের জন্য আজকের পোস্টটি অনেক সাহায্যকারী হতে চলছে কারণ সেলফিন থেকে এম ক্যাশ একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে এই পোস্টে বিস্তারিত জানতে পারবেন। তাই মনোযোগ সহকারে পোস্টটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে হবে। চলুন শুরু করা যাক -

পোস্ট সূচীপত্রঃ

  • সেলফিন একাউন্ট থেকে  এম ক্যাশ একাউন্ট খোলার নিয়ম
  • ইসলামী ব্যাংক এম ক্যাশ অ্যাপ দিয়ে এম ক্যাশ একাউন্ট খোলার নিয়ম
  • ইসলামী ব্যাংক এমক্যাশ এর সুবিধা সমূহ


ইসলামী ব্যাংক এম ক্যাশ একাউন্ট খোলার নিয়ম
Islami Bank mcash Account Open

সেলফিন একাউন্ট থেকে  এম ক্যাশ একাউন্ট খোলার নিয়ম

সেলফিন অ্যাকাউন্ট থেকে এম ক্যাশ একাউন্ট খোলা যায় খুব সহজেই। সেলফিন থেকে এম ক্যাশ খোলার জন্য অবশ্যই প্রথমে Cellfin account খুলতে হবে। সেলফিন একাউন্ট খোলা হয়ে গেলে এরপর আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। সেলফিন অ্যাকাউন্ট লগইন করার পর খুব সহজে mCash  account খোলা যাবে।

সেলফিন থেকে কিভাবে সহজে এম ক্যাশ একাউন্ট খুলতে হয় আমি এখন ধাপে ধাপে প্রক্রিয়াটি বুঝিয়ে দেবো। তাই মনোযোগ সহকার  পোস্টটি সম্পন্ন করতে থাকুন। 

ধাপ সমূহঃ ইসলামী ব্যাংক এম ক্যাশ একাউন্ট খোলার নিয়ম

  1. প্রথমে সেলফিন অ্যাপ মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে ওপেন করতে হবে।
  2. সেলফিন ওপেন হয়ে গেলে mCash অপশনে ক্লিক করুন।
  3.  এই অপশনে ক্লিক করার পর mcash account registration পেজ ওপেন হবে।
  4. এখন আপনার সিমটি যে অপারেটর সেই অপারেটর অপশনটি সিলেক্ট করে সেলফিনের ছয় সংখ্যার গোপন পিন দিন এবং নিচের Register বাটনে ক্লিক করুন।
  5. রেজিস্টার বাটনে ক্লিক করার পর স্কিনে Status ইন্টারফেস দেখতে পারবেন। "Your mcash account is 01745######7  Please dial *259# to set your mCash PIN." অর্থাৎ আপনার এম ক্যাশ অ্যাকাউন্ট খোলা হয়ে গিয়েছে, এখন এম ক্যাশ একাউন্টে নতুন পিন সেট করতে হবে। পিন কোড সেট করার জন্য মোবাইলে ডায়াল অপশনে *২৫৯# ডায়াল করতে হবে। 
  6.  আপনার মোবাইল ফোনে ডায়াল করুন  *259# এরপর পছন্দমত চার সংখ্যার গোপন পিন নাম্বারটি দিন। এবং Send অপশন এ  ক্লিক করুন। এভাবে পুনরায় একই পিন নাম্বারটি দিয়ে Send অপশন এ ক্লিক করুন।
  7. এরপর আপনার এম ক্যাশ একাউন্টের পিন সেট হয়ে যাবে। এখন *259# ডায়াল করে এই পিন কোডটি ব্যবহার করে সকল ধরনের লেনদেন করতে পারবেন।




ইসলামী ব্যাংক এম ক্যাশ একাউন্ট খোলার নিয়ম
ইসলামী ব্যাংক এম ক্যাশ একাউন্ট খোলার নিয়ম

ইসলামী ব্যাংক এম ক্যাশ অ্যাপ দিয়ে এম ক্যাশ একাউন্ট খোলার নিয়ম

ইসলামী ব্যাংকের এম ক্যাশ অ্যাপ দিয়ে খুব সহজে ঘরে বসেই এম ক্যাশ অ্যাকাউন্ট খুলতে পারবেন। আপনার স্মার্টফোনে এম ক্যাশ অ্যাপসটি ডাউনলোড করে ইন্সটল করতে হবে এরপর কয়েকটি ধাপে প্রয়োজনীয় তথ্যাদি দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করা যাবে। কিভাবে mCash App দিয়ে এম ক্যাশ একাউন্ট খুলতে হয়  আমি এখন নিচে ধাপে ধাপে বিষয়টি বুঝিয়ে দেব মনোযোগ সহকারে পোস্টটি সম্পন্ন পড়ুন।

ধাপ সমূহঃ এম ক্যাশ অ্যাপ দিয়ে এম ক্যাশ একাউন্ট খোলার নিয়ম

  1. প্রথমে প্লে স্টোর থেকে Islami Bank mCash  অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করে নিন। 
  2. এরপর অ্যাপটি ওপেন করে Register বাটনে ক্লিক করুন।
  3. এরপর যে ইন্টারেস দেখতে পাবেন প্রথমে আপনার মোবাইল নাম্বারটি দিন এরপর আপনার সিম যে অপারেটর সেই অপারেটর সিলেক্ট করুন এবং নিচে Register বাটনে ক্লিক করুন। 
  4. রেজিস্টার এই বাটনে ক্লিক করার পর আপনার দেয়া মোবাইল নাম্বারে একটি ছয় সংখ্যার ওটিপি কোড আসবে। এরপর কোডটি দিন এবং নিচে পছন্দ মত একটি পিন সেট করুন এরপর Submit বাটনে ক্লিক করুন।
  5. এরপর Upload your NID অর্থাৎ আপনার জাতীয় পরিচয় পত্রের Front এবং Back Side সঠিকভাবে আপলোড করুন। 
  6. জাতীয় পরিচয় পত্র আপলোড করার পর এনআইডি সকল তথ্য দেখতে পারবেন তথ্যগুলো সঠিকভাবে দেখে নিন। সবকিছু ঠিকঠাক থাকলে এরপর Next বাটনে ক্লিক করুন। 
  7. এখন নিজের ছবি তুলতে হবে তাই ভালোভাবে ছবি তোলার জন্য নিজেকে প্রস্তুত করুন এবং স্কিনে Open Camera অপশন এ ক্লিক করুন। ক্যামেরা অন হলে কয়েকবার চোখের পলক ফেলবেন। ছবি তোলা হয়ে গেলে Confirm Upload এই অপশনে ক্লিক করুন।
  8. এরপর কিছু সময় অপেক্ষা করতে হবে ভেরিফিকেশনের জন্য ভেরিফিকেশন হয়ে গেলে নিচের Done অপশন এ ক্লিক করুন।
  9. এখন যে ইন্টারফেসটি দেখতে পাবেন এখানে পিন কোডটি দিন এবং নিচে Continue Register বাটনে ক্লিক করুন।
  10. Success Registration, অর্থাৎ আপনার এম ক্যাশ একাউন্টটি রেজিস্ট্রেশন সম্পন্ন হয়ে গিয়েছে এখন আপনি এম কে সে সকল সুবিধা নিতে পারবেন। 
আশা করি আপনি বুঝতে পেরেছেন যে কিভাবে ইসলামী ব্যাংক এম ক্যাশ অ্যাপ দিয়ে এম ক্যাশ একাউন্ট খুলতে হয়। ইসলামী ব্যাংকের এম ক্যাশ যে সকল সুবিধা রয়েছে আমি নিচে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। এম ক্যাশ এর সকল সুবিধা সমূহ জানতে পোস্টটি নিচে পড়তে থাকুন। 

ইসলামী ব্যাংক এমক্যাশ এর সুবিধা সমূহ
ইসলামী ব্যাংক এমক্যাশ এর সুবিধা সমূহ

ইসলামী ব্যাংক এমক্যাশ এর সুবিধা সমূহ

  1. বাংলাদেশের যে কোন প্রান্ত থেকে মোবাইল ব্যাংকিং এর সুবিধা। 
  2. এম ক্যাশ একাউন্টে ক্যাশ ইন ও আউট  এর সুবিধা। 
  3. সেলফি অ্যাকাউন্ট থেকে সহজেই এম ক্যাশ একাউন্ট খোলা যায়। 
  4. Islami Bank mCash অ্যাপের সাহায্যে সকল ফিচার বা একাউন্ট ব্যবহার করা যায়।
  5. *২৫৯# ইউএসডি কোড ডায়াল করে মেনু সাহায্যে এম ক্যাশ একাউন্ট ব্যবহার করা যায়। 
  6. এম ক্যাশ থেকে এম ক্যাশ পার্সোনাল একাউন্ট ও এজেন্ট একাউন্টে সহজে টাকা পাঠানো যায়। 
  7. ইসলামী ব্যাংকের যেকোনো এটিএম বুথ থেকে ২৪ ঘন্টা টাকা উত্তোলন করা যায়।
  8. এম ক্যাশ একাউন্ট থেকে ইসলামী ব্যাংকের IBBl একাউন্টে সহজে টাকা পাঠানো যায়।
  9. যে কোন মোবাইল সিম অপারেটরে প্রিপেইড ও পোস্টপেইড নাম্বারে  রিচার্জ করা যায়।
  10. মার্চেন্ট নাম্বারে পেমেন্ট করা যায়। 
  11. ইসলামী ব্যাংকের যেকোনো IBBL Account এর সাথে লিংক করে সহজে টাকা আনা যায়। 
  12. Bill পেমেন্ট করা যায়।

শেষ কথাঃ

আশা করি আপনারা পোস্টটি পড়ে সেলফিন থেকে এম ক্যাশ একাউন্ট খোলার নিয়ম সম্পর্ক বুঝতে পেরেছেন। ইসলামী ব্যাংকের IBBL mCash ও সেলফিন অ্যাকাউন্ট সম্পর্কে অন্যান্য সকল ভিডিও দেখতে আমাদের ইউটিউব চ্যানেলে ভিজিট করুন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url