বিকাশ প্রিয় এজেন্ট নাম্বার সেট করার নিয়ম: আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন। আজকের এই পোস্টে আমি আপনাদের জানাবো, বিকাশ প্রিয় এজেন্ট নাম্বার সেট করার নিয়ম। একজন গ্রাহক তার বিকাশ একাউন্টে দুইটি প্রিয় এজেন্ট নাম্বার সেট করতে পারবেন। বিকাশ প্রিয় এজেন্ট নাম্বার সেট করে হাজারে ১৪.৯০ টাকা খরচে ক্যাশ আউট করতে পারবেন।
|
বিকাশ প্রিয় এজেন্ট নাম্বার সেট করার নিয়ম |
প্রতি ক্যালেন্ডার মাসে প্রিয় এজেন্ট নাম্বার পরিবর্তন এবং মাসে সর্বোচ্চ ৫০,০০০ হাজার টাকা পর্যন্ত ক্যাশ আউট করতে পারবেন। আর এই সুবিধার জন্য গ্রাহক কে প্রথমেই বিকাশ প্রিয় এজেন্ট নাম্বার সেট করতে হবে। যে কোন মোবাইলে *২৪৭# ইউএসএসডি কোড ডায়াল করে অথবা বিকাশ অ্যাপে প্রিয় এজেন্ট নাম্বার সেট করা একদম সিম্পল।
আপনাদের মধ্যে যারা বিকাশ প্রিয় এজেন্ট নাম্বার সেট করার নিয়ম সম্পর্কে জানতে ইচ্ছুক তাদের জন্য আজকের পোস্টটি অনেক সাহায্যকারী হতে চলেছে কারণ বিকাশ প্রিয় এজেন্ট নাম্বার সেট করার নিয়ম সম্পর্কে এই পোস্টে বিস্তারিত জানতে পারবেন। তাই মনোযোগ সহকারে পোস্টটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে হবে। চলুন শুরু করা যাক -
পোস্ট সূচীপত্রঃ
- বিকাশ অ্যাপে প্রিয় এজেন্ট নাম্বার সেট করার নিয়ম
- *২৪৭# ইউএসএসডি কোড ডায়াল করে বিকাশ প্রিয় এজেন্ট নাম্বার সেট করার নিয়ম
- বিকাশ প্রিয় এজেন্ট নাম্বার সুবিধা সমূহ
- বিকাশ প্রিয় এজেন্ট নাম্বার ক্যাশ আউট চার্জ কত ?
বিকাশ অ্যাপে প্রিয় এজেন্ট নাম্বার সেট করার নিয়ম
বিকাশ অ্যাপে প্রিয় এজেন্ট নাম্বার সেট করা খুবই সিম্পল। বিকাশ প্রিয় এজেন্ট নাম্বার সেট করা থাকলে কম খরচে মুহূর্তে টাকা ক্যাশ আউট করা যায়। কিভাবে বিকাশ অ্যাপে প্রিয় এজেন্ট নাম্বার সেট করতে হয়, আমি এখন সেই প্রক্রিয়াটি কয়েকটি ধাপে আলোচনা করব। তাই এজেন্ট নাম্বার সেট করা সম্পর্কে জানতে মনোযোগ সহকারে পোস্টটি পড়ুন।
ধাপ সমূহঃ বিকাশ প্রিয় এজেন্ট নাম্বার সেট করার নিয়ম
ধাপ ১ঃ প্রথমে বিকাশ অ্যাপ প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিন এরপর ইন্সটল করে অ্যাপটি Open করুন।
ধাপ ২ঃ এরপর বিকাশের গোপন পিন কোড দিয়ে অ্যাপটি লগইন করুন।
ধাপ ৪ঃ Cash Out অপশন নির্বাচন করার পর স্ক্রিনে প্রিয় এজেন্ট একটি ব্যানার দেখতে পাবেন, এই ব্যানারের উপরে ক্লিক করুন।
ধাপ ৫ঃ এরপর +Add অপশন নির্বাচন করুন। আপনি যে বিকাশ এজেন্ট নাম্বারটি প্রিয় এজেন্ট হিসেবে সেট করবেন সেই নাম্বারটি দিন এবং Tap to Continue বাটনে ক্লিক করুন।
ধাপ ৬ঃ এরপর এজেন্টের নাম দিন। নিচে Continue অপশনে ক্লিক করুন। এরপর বিকাশের পিন কোড দিয়ে নিচে Confirm PIN অপশনে ক্লিক করুন। এখন সফলভাবে প্রিয় এজেন্ট নাম্বারটি সেট হয়ে যাবে।
এভাবে আপনি খুব সহজেই বিকাশ অ্যাপে প্রিয় এজেন্ট নাম্বার সেট করতে পারবেন এবং খুব কম খরচে টাকা ক্যাশ আউট করতে পারবেন।
|
How To Set Priyo Agent Number In Bkash |
*২৪৭# ইউএসএসডি কোড ডায়াল করে বিকাশ প্রিয় এজেন্ট নাম্বার সেট করার নিয়ম
বিকাশ অ্যাপ ছাড়া যে কোন মোবাইলে *২৪৭# ইউএসএসডি কোড ডায়াল করে বিকাশ প্রিয় এজেন্ট নাম্বার সেট করা যায় সহজে। মাত্র কয়েকটি ধাপ অনুসরণ করেই *247# ডায়াল করে মোবাইল মেনু সাহায্যে বিকাশ প্রিয় এজেন্ট নাম্বার সেট যেভাবে করবেন তার প্রক্রিয়া সম্পর্কে আমি এখন নিচে আলোচনা করব। তাই মনোযোগ সহকারে পোস্টটি পড়ুন।
ধাপ সমূহঃ বিকাশ প্রিয় এজেন্ট নাম্বার সেট করার নিয়ম
ধাপ ১ঃ প্রথমে মোবাইলে ডায়াল অপশনে টাইপ করুন *২৪৭# এরপর ডায়াল করুন।
bkash
1 Send Money
2 Send Money to Non-bkash User
3 Mobile Recharge
4 Payment
5 Cash Out
6 Pay Bill
7 Microfinance
8 Download bkash App
9 My bkash
10 Reset Pin
ধাপ ২ঃ এরপর স্ক্রিনে উপরের মোবাইল মেনু দেখতে পাবেন। এখন Cash Out অপশন নির্বাচন করার জন্য 5 লিখে সেন্ড অপশনে ক্লিক করুন।
bkash
1 From Agent
2 From ATM
3 Priyo Agent Numbers
4 Set up to Priyo Agent Numbers to Cash Out at 1.49%
5 Other Cash Out Charge and Balance
0 Main Menu
ধাপ ৩ঃ এরপর স্ক্রিনে উপরের মোবাইল মেনু দেখতে পাবেন। এখন 3 লিখে সেন্ড অপশনে ক্লিক করুন।
Priyo Agent Number
1 Add Priyo Agent Number
2 Remove Priyo Agent Number
3 Check Priyo Agent Numbers
4 Check Priyo Agent Number Trx limit
0 Main Menu
ধাপ ৪ঃ এরপর স্ক্রিনে উপরের মোবাইল মেনু দেখতে পাবেন। এখন 1 লিখে সেন্ড অপশনে ক্লিক করুন।
Enter Priyo Agent Account No:
ধাপ ৫ঃ এরপর স্ক্রিনে উপরের লেখাটি দেখতে পাবেন। এখন আপনি যে বিকাশ এজেন্ট নাম্বারটি (প্রিয় এজেন্ট নাম্বার) হিসেবে এড করবেন সেই নাম্বারটি সঠিকভাবে লিখে সেন্ড অপশনে ক্লিক করুন।
ধাপ ৬ঃ এরপর বিকাশ এজেন্টের নাম দিয়ে সেন্ড অপশনে ক্লিক করুন। তারপর বিকাশের যে গোপন পিন নাম্বার রয়েছে সে পিন নম্বর সঠিকভাবে দিন এবং সেন্ড অপশনে ক্লিক করুন। এরপর সফলভাবে প্রিয় এজেন্ট নাম্বারটি সেট হয়ে যাবে।
|
বিকাশ প্রিয় এজেন্ট নাম্বার সুবিধা সমূহ |
বিকাশ প্রিয় এজেন্ট নাম্বার সুবিধা সমূহ
বিকাশে অনেক কম খরচে প্রিয় এজেন্ট নাম্বারে ক্যাশ আউটের সুবিধা রয়েছে। একজন গ্রাহক তার বিকাশ একাউন্টে প্রিয় এজেন্ট নাম্বার সেট করে ক্যাশ আউট করার যে সকল সুবিধা পাবেন নিম্নে তা আলোচনা করা হলোঃ
- গ্রাহক যে কোন মোবাইলে *২৪৭# ডায়াল করে এবং বিকাশ অ্যাপে বিকাশ প্রিয় এজেন্ট নাম্বার সেট করতে পারবেন।
- প্রতি ক্যালেন্ডার মাসে বিকাশ প্রিয় এজেন্ট নাম্বার এক বার পরিবর্তন করা যাবে।
- গ্রাহক তার প্রিয় এজেন্ট নাম্বারে ১.৪৯% যা হাজারে ১৪.৯০ টাকা খরচে ক্যাশ আউট করতে পারবেন।
- প্রতি ক্যালেন্ডার মাসে হাজারে ১৪.৯০ টাকা খরচে ৫০,০০০ টাকা পর্যন্ত ক্যাশ আউট করতে পারবেন।
- গ্রাহক *২৪৭# এবং বিকাশ অ্যাপে প্রিয় এজেন্ট নাম্বার চেক, পরিবর্তন এবং রিমুভ করতে পারবেন।
- *২৪৭# এবং বিকাশ অ্যাপে প্রিয় এজেন্ট নাম্বার ১.৪৯% যা হাজারে ১৪.৯০ টাকা খরচে ক্যাশ আউট করে তার লিমিট এবং অবশিষ্ট পরিমাণ সম্পর্কে যাচাই করতে পারবেন।
- কোন ক্যাশ আউট লেনদেনে ৫০,০০০ টাকার বেশি অতিক্রম করলে, তাহলে সেই লেনদেনের পরিমাণের জন্য ১.৮৫% যা হাজারে ১৮.৫০ টাকা হিসেবে চার্জ প্রযোজ্য হবে।
প্রিয় এজেন্ট নাম্বারে ক্যাশ আউট আউট চার্জ:
একজন গ্রাহক বিকাশ প্রিয় এজেন্ট নাম্বার থেকে ১.৪৯% যা হাজারে ১৪.৯০ টাকা খরচে ক্যাশ আউট করতে পারবেন। গ্রাহক প্রতি মাসে প্রিয় এজেন্ট নাম্বারে ৫০,০০০ টাকা পর্যন্ত লেনদেন করতে পারবেন। কোন লেনদেনে ৫০,০০০ টাকার বেশি অতিক্রম করলে, সেই লেনদেনের পরিমাণের জন্য ১.৮৫% যা হাজারে ১৮.৫০ টাকা হিসেবে চার্জ প্রযোজ্য হবে।
প্রিয় নাম্বার ছাড়া যেকোন এজেন্ট নাম্বার থেকে ক্যাশ আউট চার্জ:
গ্রাহক প্রিয় নাম্বার ছাড়া অন্য যেকোনো এজেন্ট নাম্বার থেকে ক্যাশ আউট করলে, ১.৮৫% যা হাজারে ১৮.৫০ টাকা হিসেবে চার্জ প্রযোজ্য হবে।
শেষ কথাঃ
আশা করি আপনারা পোস্টটি পড়ে বিকাশ প্রিয় এজেন্ট নাম্বার সেট করার নিয়ম সম্পর্ক বুঝতে পেরেছেন। বিকাশ প্রিয় নাম্বার সম্পর্কে অন্যান্য সকল ভিডিও দেখতে আমাদের ইউটিউব চ্যানেলে ভিজিট করুন।