সেলফিন একাউন্ট কি এবং সেলফিনের সুবিধা সমূহ | islami bank cellfin account
সেলফিন একাউন্ট কি এবং সেলফিনের সুবিধা সমূহ: আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন। আজকের এই পোস্টে আমি আপনাদের জানাবো, ইসলামী ব্যাংকের সেলফিন একাউন্ট কি এবং সেলফিনের সুবিধা সমূহ। সেলফিন (Cellfin App) ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড (IBBL) এর একটি মোবাইল ব্যাংকিং সিস্টেম। ইসলামী ব্যাংক গ্রাহকদের জন্য এটি একটি মিনি ব্যাংক শাখা বলা যেতে পারে।
সেলফিন একাউন্ট কি এবং সেলফিনের সুবিধা সমূহ |
আপনাদের মধ্যে যারা ইসলামী ব্যাংকের সেলফিন একাউন্ট কি এবং সেলফিনের সুবিধা সমূহ সম্পর্কে জানতে ইচ্ছুক তাদের জন্য আজকের পোস্টটি অনেক সাহায্যকারী হতে চলছে কারণ সেলফিন একাউন্ট সম্পর্কে এই পোস্টে বিস্তারিত জানতে পারবেন। তাই ভালো ভাবে জানতে পোস্টটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে হবে। চলুন শুরু করা যাক -
পোস্ট সূচীপত্রঃ
- ইসলামী ব্যাংকের সেলফিন একাউন্ট কি?
- ইসলামী ব্যাংকের সেলফিন অ্যাকাউন্ট এর সুবিধা সমূহ
ইসলামী ব্যাংকের সেলফিন একাউন্ট কি ?
সেলফিন একাউন্টের মাধ্যমে যে কোন ব্যাংকের অ্যাকাউন্ট, কার্ড বা মোবাইল ওয়ালেট যেমনঃ ইসলামী ব্যাংকের এম ক্যাশ, নগদ এবং বিকাশে সহজে ফান্ড ট্রান্সফার করা যায়। এছাড়াও Add Money এর সাহায্যে যে কোন ব্যাংকের (Visa/ mastercard) কার্ড, ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট এবং এম ক্যাশ থেকে সহজে টাকা আনা যায়। ইসলামী ব্যাংকের যেকোনো শাখা, উপ-শাখা এবং ATM-CRM ও Agent Outlet ক্যাশ ইন আউট করা যায়। সর্বোপরি বলা যায় সেলফিন ইসলামী ব্যাংকের ডিজিটাল ওয়ালেট হিসেবে ইতিমধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।
সেলফিন একাউন্ট কি এবং সেলফিনের সুবিধা সমূহ |
ইসলামী ব্যাংকের সেলফিন অ্যাকাউন্ট এর সুবিধা সমূহঃ
সেলফিন একাউন্টে অ্যাড মানি করে টাকা আনার সুবিধা
Add Money : অ্যাড মানি এর সাহায্যে খুব সহজে সেলফিন অ্যাকাউন্টে টাকা আনা যায়। যে কোন ব্যাংকের ভিসা/ মাস্টার কার্ড, ইসলামী ব্যাংকের ব্যাংক অ্যাকাউন্ট, কার্ড এবং এম ক্যাশ সহ সকল Source থেকে মুহূর্তেই টাকা আনা যায়।
সেলফিন একাউন্ট থেকে টাকা পাঠানোর সুবিধা
Fund Transfer : সেলফিন থেকে ইসলামী ব্যাংক বা যে কোন ব্যাংকে টাকা পাঠানো যায় সহজে। সেলফিন থেকে যে সকল মাধ্যমে টাকা পাঠানো যায়। যথাঃ সেলফিন থেকে ইসলামি ব্যাংকর ব্যাংক একাউন্ট, সেলফিন একাউন্ট, কার্ড, এম ক্যাশ, প্রিপেইড কার্ড এবং Cash By Code এর সাহায্যে।
সেলফিন থেকে অন্যান্য ব্যাংকে EFT এবং NPSB এর সাহায্যে Instant টাকা পাঠানো যায়। Cellfin থেকে মোবাইল ব্যাংকিং সিস্টেমে যেমনঃ বিকাশ ও নগদে নিমিষেই টাকা পাঠানো যায়। এ ছাড়াও সেলফিন থেকে বিনিময় (Binimoy) এর সাহায্যে অন্যান্য মোবাইল ব্যাংকিং সিস্টেম গুলোতে সহজে টাকা পাঠানো যায়।
সেলফিন একাউন্ট থেকে সিমে রিচার্জ করার সুবিধা
Mobile Top Up : সেলফিন থেকে বাংলাদেশের সকল সিম অপারেটর Gp, Robi, Airtel, Banglalink এবং Teletalk এর প্রিপেইড ও পোস্ট পেইড সিমে Recharge করা যায়।
সেলফিন একাউন্ট থেকে টিকিট কাটার সুবিধা
Buy Ticket : Cellfin App থেকে Bus, Launch এবং Air টিকেট কাটা যায়। সেলফিন একাউন্টে বাস,লঞ্চ এবং বিমানের টিকিট কাটার জন্য নির্দিষ্ট ওয়েবসাইটের লিংক দেয়া আছে সেই লিংক থেকে আপনি খুব সহজেই টিকিট কাটতে পারবেন।
সেলফিন একাউন্ট থেকে টাকা উত্তোলনের সুবিধা
Cash Withdraw : সেলফিন একাউন্ট থেকে ইসলামি ব্যংকের ATM, Agent Banking, Branch/ Sub-branch, এবং mCach Agent থেকে টাকা সহজে তোলা যায়।
সেলফিন একাউন্ট থেকে বিল পরিশোধের সুবিধা
Bill Payment : সেলফিন একাউন্ট থেকে সহজে অনলাইনে ক্রেডিট কার্ড, পানি, বিদ্যুৎ, গ্যাস, ইলেকট্রিসিটি, Education Fee, সহ ইন্টারনেট বিল পরিশোধ করা যায়। ঘরে বসেই সেলফিন অ্যাকাউন্টের সাহায্যে এ সকল বিল পরিশোধ করতে পারবেন।
সেলফিন একাউন্ট থেকে রেমিটেন্স গ্রহণের সুবিধা
Receive Remittance : ইসলামী ব্যাংকের সেলফিন একাউন্টের সবচেয়ে সুবিধাজনক পরিষেবা হল আপনাকে ব্যাংকের কোন শাখায় না গিয়ে রেমিটেন্স পেতে পারেন এই অ্যাপের সাহায্যে খুব সহজে । বিদেশ থেকে পাওয়া রেমিটেন্স বিনামূল্যে এটিএম বুথ থেকে আপনি তুলতে পারবেন। এমনকি আপনার অ্যাকাউন্ট থেকে অন্য কোন ব্যাংকের একাউন্টে পাঠাতে পারবেন।
সেলফিন একাউন্ট থেকে রিকোয়েস্ট মানির সুবিধা
Request Money : সেলফিন অ্যাকাউন্ট থেকে রিকোয়েস্ট মানির সাহায্যে টাকা পাঠানো যায় খুব সহজেই। কার্ড ছাড়া সেলফিন অ্যাকাউন্ট থেকে কিউআর কোড জেনারেট করে টাকা পাঠানো যায়।
সেলফিন একাউন্টে ব্যাংক একাউন্ট এড করার সুবিধা
Bank Account : এই অ্যাপে Bank Account অপশনে ইসলামী ব্যাংকের একাউন্ট এড করে আপনি ব্যাংকে না গিয়ে ব্যাংক অ্যাকাউন্টের ব্যালেন্স যেকোনো সময় জানতে পারবেন। এছাড়া এই অপশনে Account Summary সম্পর্কে জানতে এবং চেক বইয়ের জন্য আবেদন করতে পারবেন।
সেলফিন একাউন্টে ব্যাংক কার্ড এড করার সুবিধা
Cards : সেলফিন একাউন্টে কার্ড অপশনে ইসলামী ব্যাংকের ডেবিট এবং ক্রেডিট কার্ড এড করতে পারবেন।
সেলফিন একাউন্ট থেকে এম ক্যাশ একাউন্ট খোলার সুবিধা
MCash : সেলফিন থেকে ইসলামী ব্যাংকের এম ক্যাশ একাউন্ট খোলা যায় সহজে। সেলফিন একাউন্টে এম ক্যাশ লগইন করে ব্যালেন্স চেক করতে পারবেন।
সেলফিন একাউন্ট থেকে নতুন হিসাব খোলার সুবিধা
Open A/C : সেলফিন থেকে একজন গ্রাহক নিজেই খুব সহজে হিসাব খুলতে পারবেন। একজন গ্রাহক যে ধরনের হিসাবগুলো খুলতে পারবেন। Account Type যেমনঃ Mudaraba Savings Account (MSA), Mudaraba Special Savings Account (MSSA), Mudaraba Monthly Profit Deposit Account (MMPDA), Students Mudaraba Savings Account (SMSA) এবং সংক্ষেপে (MIESA), (MPA), (MHSA), (MMSA)