অনলাইনে ট্রেনের অবস্থান জানার উপায় | How To Track Train Live Location
অনলাইনে ট্রেনের অবস্থান জানার উপায়: আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন। আজকের এই পোস্টে আমি আপনাদের জানাবো, অনলাইনে ট্রেনের অবস্থান জানার উপায়। এখন হাতে থাকা মোবাইলে এসএমএস বা গুগল ম্যাপের সাহায্যে ট্রেনের অবস্থান জানা যাবে মুহূর্তে। কিছুদিন পূর্বে ট্রেনের অবস্থান জানাটা মোটেও সম্ভব ছিল না।
অনলাইনে ট্রেনের অবস্থান জানার উপায় |
কোন কারনে ট্রেনের সিডিউল পরিবর্তন বা ট্রেন স্টেশনে সময়মতো না পৌঁছালে যাত্রীরা অপেক্ষা করতে করতে নাজেহাল হয়ে পড়ে। এমত অবস্থায় ট্রেনের অবস্থান জানা থাকলে কিছুটা হলেও মনকে সান্ত্বনা দেয়া যাবে বা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা যাবে। আর যদি অনলাইনে ট্রেনের অবস্থান জানার উপায়, শেখা থাকে তাহলে ট্রেনের অবস্থান জানা যাবে সহজেই।
আপনাদের মধ্যে যারা অনলাইনে ট্রেনের অবস্থান জানার উপায় শিখতে চান তাদের জন্য আজকের এই পোস্টটি খুবই সাহায্যকারী একটি পোস্ট হতে চলছে কারণ ট্রেনের অবস্থান জানার নিয়ম সম্পর্কে একাধিক তত্ত্ব এই পোস্টে পেয়ে যাবেন। অনলাইনে ট্রেনের অবস্থান জানার উপায় সম্পর্কে ভালোভাবে জানতে অবশ্যই পোস্টটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে হবে। চলুন শুরু করা যাক -
পোস্ট সূচীপত্রঃ
- অনলাইনে ট্রেনের অবস্থান জানার উপায়
- মোবাইলে ট্রেন লোকেশন মেসেজ দিয়ে দেখে কিভাবে?
- গুগল ম্যাপে ট্রেনের লাইভ লোকেশন দেখবো কিভাবে?
- অনলাইনে ট্রেনের টিকিট চেক করার নিয়ম
অনলাইনে ট্রেনের অবস্থান জানার উপায়
রেলওয়ের স্টেশন থেকে আপনার কাঙ্খিত ট্রেন কত দূরে অবস্থান করছে আপনি খুব সহজে হাতে থাকা মোবাইলের মাধ্যমে দুইটি উপায়ে জানতে পারবেন।
- এসএমএস (SMS)
- গুগল ম্যাপ (Google Maps)
অনলাইনে ট্রেনের অবস্থান জানার উপায় |
মোবাইলে ট্রেন লোকেশন মেসেজ দিয়ে দেখে কিভাবে?
প্রথম ধাপঃ প্রথমে আপনার মোবাইল ফোনের এসএমএস অপশনটি ওপেন করুন।
দ্বিতীয় ধাপঃ এরপরে এসএমএস অপশনে লিখুন TR<Space>Train No অথবা TR<Space >Train Name
তৃতীয় ধাপঃ এরপরে SMS Send করুন এই নাম্বারে 16318 এসএমএস দেয়ার তাৎক্ষণিক সময়ের মধ্যেই বর্ণিত ট্রেনের অবস্থান জানা যাবে।
Left Dhaka at 11:10
Next Stn: Bagzana, 4.9km
Next Stop:Birampur@4
Delay:3:49
google ম্যাপের সাহায্যে কিভাবে ট্রেনের লাইভ লোকেশন দেখতে হয় |
গুগল ম্যাপে ট্রেনের লাইভ লোকেশন দেখবো কিভাবে
গুগল ম্যাপের সাহায্যে ট্রেনের লাইভ লোকেশন দেখার জন্য অবশ্যই আপনার হাতে একটি স্মার্ট ফোন থাকতে হবে। গুগল ম্যাপ ব্যবহার করা যায় এমন একটি স্মার্ট ফোন হলে চলবে। মোবাইলে ইন্টারনেট চালু করে গুগল ম্যাপ অ্যাপ ব্যবহার করে ট্রেনের অবস্থান জানা যাবে।
কিভাবে মোবাইলে গুগল ম্যাপে ট্রেনের লোকেশন দেখতে হয় এই বিষয়টি নিয়ে এখন আমি ধাপে ধাপে আলোচনা করব। তাই মনোযোগ সহকারে পোস্টটি পড়ুন।
ধাপ সমূহঃ গুগল ম্যাপের সাহায্যে ট্রেনের লাইভ লোকেশন দেখার নিয়ম
প্রথম ধাপঃ প্রথমে আপনার স্মার্টফোনের প্লে স্টোর থেকে গুগল ম্যাপ ডাউনলোড করে নিন। এরপর ইন্সটল করে ওপেন করুন।
দ্বিতীয় ধাপঃ গুগল ম্যাপ ওপেন করার পর স্কিনে উপরের দিকে সার্চ বক্সে আপনি যে ট্রেনের লোকেশন জানতে চান সেই ট্রেনের নামটি লিখুন।
উদাহরণঃ আমি রংপুর এক্সপ্রেস ট্রেনের অবস্থান জানবো তাই সার্চ বক্সে লিখছি Rangpur Express এরপর ইন্টার প্রেস করব।
তৃতীয় ধাপঃ এরপর রংপুর এক্সপ্রেস ট্রেনটি যে যে স্টেশন হয়ে গন্তব্য স্থানে পৌঁছাবে সেই স্টেশনের নাম গুলো দেখাবে। আপনি যে স্টেশন থেকে যাত্রা শুরু করবেন সে স্টেশনের নামের উপরে ক্লিক করুন। এরপর ট্রেন নির্বাচন করুন। অর্থাৎ একই রুটে একই নামে দুইটি ট্রেন চলাচল করে।