সেলফিন একাউন্ট খোলার নিয়ম | how to create cellfin account
সেলফিন একাউন্ট খোলার নিয়ম: আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন। আজকের এই পোস্টে আমি আপনাদের জানাবো, ইসলামী ব্যাংকের সেলফিন একাউন্ট খোলার নিয়ম। Cellfin App হলো একটি মোবাইল ব্যাংকিং সিস্টেম। সেলফিন অ্যাপ ইসলামী ব্যাংকের একটি অফিসিয়াল অ্যাপ। সেলফিন এর সাহায্যে ঘরে বসেই ব্যাংকের সেবা উপভোগ করতে পারবেন। এক কথায় সমস্ত ব্যাংকিং সেবা এক সেলফিন অ্যাপে পাবেন।
সেলফিন একাউন্ট খোলার নিয়ম |
সেলফিন একাউন্ট খোলার নিয়ম হলো একটি স্মার্ট ফোন জাতীয় পরিচয় পত্র (NID) নাম্বার এবং একটি বাংলাদেশের মোবাইল নাম্বার দিয়ে সেলফিন একাউন্ট নিবন্ধন করতে হয়। নিবন্ধন হয়ে গেলে এরপর অ্যাকাউন্ট ধারী সেলফিন অ্যাপ ব্যবহার করতে পারবে। Cellfin অ্যাপটি ইলেকট্রনিক কেওয়াইসি পদ্ধতিতে কাজ করে।
আরো পড়ুনঃ ইসলামী ব্যাংক এম ক্যাশ একাউন্ট খোলার নিয়ম
এই সুবিধা থাকার কারণে একজন ব্যবহারকারী সেলফিন অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন, ও নিজেই ব্যাংকের অ্যাকাউন্ট বা হিসাব খুলতে পারবে। এছাড়াও ব্যবহারকারী এই অ্যাপের সাহায্যে সেভিং একাউন্ট পরিচালনা, অ্যাকাউন্ট ব্যালেন্স চেক, Bank Statement, চেক বুকের জন্য আবেদন এবং বিভিন্ন ধরনের লেনদেন সম্পর্কে জানতে পারবেন।
পোস্ট সূচীপত্রঃ
- সেলফিন একাউন্ট খোলার নিয়ম
- সেলফিন একাউন্ট খোলার জন্য যা যা প্রয়োজন ?
- সেলফিন অ্যাপ ডাউনলোড করার নিয়ম
সেলফিন একাউন্ট খোলার নিয়ম
ধাপ সমূহঃ সেলফিন একাউন্ট খোলার নিয়ম
- প্রথমে প্লে স্টোর থেকে সেলফিন অ্যাপটি ডাউনলোড করে নিন।
- এরপর Install করে Open করে নিন।
- এবার যে পেজটি Open হবে এখন Register অপশনে ক্লিক করুন।
- এরপরে দেখতে পাবেন Registration From অপশনটি অর্থাৎ আপনি বাংলাদেশ থেকে সেলফিন অ্যাকাউন্ট খুলতে চাইলে Bangladesh সিলেকশন করুন আর যদি বিদেশ থেকে অ্যাকাউন্ট খুলতে চান তাহলে abroad অপশনটি ক্লিক করুন।
- এরপর নিচে With অপশন আসবে, অর্থাৎ আপনি এখানে দুইটি অপশন এর সাহায্যে একাউন্ট করতে পারবেন যথাঃ National ID এবং Bank A/C আপনার যদি ইসলামী ব্যাংকে কোন অ্যাকাউন্ট থাকে তাহলে Bank A/C অপশনটি সিলেক্ট করুন আর যদি ব্যাংক একাউন্ট না থাকে তাহলে National ID এই অপশনটি সিলেক্ট করুন। আমি এই পোস্টে National ID অপশনটি সিলেক্ট করে নিচ্ছি।
- এরপর যে পেজ ওপেন হবে এখানে আপনার মোবাইল নাম্বারটি দিন। আপনার সিমটি যে অপারেটর ঠিক সে অপারেটর অপশনটি উপরে সিলেক্ট করুন। এরপর আপনার পছন্দমত ছয় সংখ্যার পিন ব্যবহার করুন অবশ্যই যেন Pin Number মনে থাকে, কারণ ভুলে গেলে পরবর্তীতে লগইন করতে পারবেন না। এরপর নিচে Register অপশনে ক্লিক করুন।
- কিছু সময়ের মধ্যেই আপনার দেয়া মোবাইল নাম্বারে একটি ছয় সংখ্যার ওটিপি কোড চলে আসবে। এরপর আপনার মোবাইল স্ক্রিনে দুইটি অপশন আসবে Deny এবং Allow, আপনি Allow অপশনে ক্লিক করে দিন। Allow বাটনে ক্লিক করার পর অটোমেটিক otp কোড Fill up হয়ে যাবে। এরপর Submit বাটনে ক্লিক করুন।
- এরপর যে অশনি দেখতে পাবেন Upload Your National ID অর্থাৎ এখন আপনার জাতীয় পরিচয় পত্রের ছবি আপলোড করতে হবে। প্রথমে National ID Front অর্থাৎ জাতীয় পরিচয় পত্রের উপরিভাগ ছবি তুলুন। এরপরে জাতীয় পরিচয়পত্রের National ID Back নিচের দিকে পরিষ্কারভাবে ছবি তুলুন। এরপর Confirm Upload বাটনে ক্লিক করুন।
- এরপরে স্ক্রিনে আপনার জাতীয় পরিচয় পত্রের তথ্যগুলো দেখতে পাবেন। তথ্যগুলো সঠিকভাবে দেখে নিবেন ঠিক আছে কিনা। এরপর নিচের দিকে Scroll করে আসুন। এখন আপনার (Present Address) বর্তমান ঠিকানা, Gender, এবং পেশা (Occupation) সিলেক্ট করুন। এরপর Next অপশনে ক্লিক করুন।
- এরপরে স্ক্রিনে Take Your Photo অপশন দেখতে পাবেন। এখন নিচে Open Camera অপশনটি ক্লিক করুন। নিজের ছবি তুলুন। ছবি তোলার সময় অবশ্যই ক্যামেরার দিকে চোখ ফেলবেন এবং আপনার চোখের পাতা উপরে নিচে করবেন। ছবি তুলা হয়ে গেলে এরপর নিচে Confirm Upload অপশন এ ক্লিক করুন।
- এরপর যে অপশনটি দেখতে পারবেন তা হল Profile এখন আপনার নাম, ইমেইল, এবং একটি রেফারেন্স মোবাইল নাম্বার Fill up করুন। তারপর নিচে Next বাটনে ক্লিক করুন।
- এরপর স্ক্রিনে Congratulations - You have successfully enrolled with Cellfin. Start your Cellfin journey now. Log in
সেলফিন একাউন্ট খোলার জন্য যা যা প্রয়োজন ?
- বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে।
- যে একাউন্ট খুলবে তার জাতীয় পরিচয় পত্র (NID) থাকতে হবে।
- একটি সচল যে কোন অপারেটর সিম কার্ড থাকতে হবে।
- একটি স্মার্ট মোবাইল ফোন থাকতে হবে। যাতে সেলফিন অ্যাপসটি ব্যবহার করা যায়।