সেলফিন থেকে টাকা উত্তোলন করার নিয়ম | How To Cash Withdrawal From Cellfin Account

সেলফিন থেকে টাকা উত্তোলন করার নিয়ম: আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন। আজকের এই পোস্টে আমি আপনাদের জানাবো, সেলফিন থেকে টাকা উত্তোলন করার নিয়ম। সেলফিন ইসলামী ব্যাংকের একটি ডিজিটাল ওয়ালেট। সেলফিন থেকে ঘরে বসেই মুহূর্তেই টাকা পাঠানো ও আনা যায়। আপনার সেলফিন একাউন্টে টাকা থাকলে কার্ড ছাড়াই কয়েকটি উপায়ে তা উত্তোলন করতে পারবেন।

সেলফিন থেকে টাকা উত্তোলন করার নিয়ম
How To Cash Withdrawal From Cellfin Account


আপনাদের মধ্যে যারা সেলফিন থেকে টাকা উত্তোলন করার নিয়ম সম্পর্কে জানতে ইচ্ছুক তাদের জন্য আজকের পোস্টটি অনেক সাহায্যকারী হতে চলছে কারণ সেলফিন থেকে টাকা উত্তোলন করার নিয়ম সম্পর্কে এই পোস্টে বিস্তারিত জানতে পারবেন। তাই মনোযোগ সহকারে পোস্টটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে হবে। চলুন শুরু করা যাক -

পোস্ট সূচীপত্রঃ

  • সেলফিন থেকে টাকা উত্তোলন করার নিয়ম
  • কার্ড ছাড়া সেলফিন থেকে এটিএম বুথে টাকা উত্তোলন করার নিয়ম
  • সেলফিন থেকে এমক্যাশ এজেন্ট আউটলেটে টাকা তোলার নিয়ম



সেলফিন থেকে টাকা উত্তোলন করার নিয়ম

সেলফিন অ্যাপ ইসলামি ব্যাংকের একটি মোবাইল ব্যাংকিং সিস্টেম। সেলফিন একাউন্ট থেকে ঘরে বসেই টাকা লেনদেন সহজে করা যায়। তাই সেলফিন ব্যাবহারকারীদের কাছে বেশ জনপ্রিয় হয়ে ওঠেছে। সেলফিন থেকে টাকা উত্তোলন করার নিয়ম একাধিক রয়েছে। আমি এ সকল নিয়ম এই পোস্টে পর্যায়ক্রমে বুঝিয়ে দেবো। মনোযোগ সহকারে পোস্টি পড়তে থাকুন।

কার্ড ছাড়া সেলফিন থেকে এটিএম বুথে টাকা উত্তোলন করার নিয়ম
How To Cash Withdrawal From Cellfin Account

কার্ড ছাড়া সেলফিন থেকে এটিএম বুথে টাকা উত্তোলন করার নিয়ম

কার্ড ছাড়া সেলফিন থেকে এটিএম বুথে টাকা উত্তোলন করার জন্য অবশ্যই প্রথমে সেলফিনে একাউন্ট রেজিষ্ট্রেশন করতে হবে। সেলফিনে একাউন্ট করার জন্য ব্যাবহারকারী তার প্রয়োজনীয় সকল তথ্য দিয়ে রেজিষ্ট্রেশন সম্পন্ন করবেন। সেলফিন অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার নিয়ম সম্পর্কে আমাদের ওয়েবসাইটে একটি পোস্ট পাবলিশ করা আছে, প্রয়োজন মনে হলে পড়ে নিবেন।

সেলফিন অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করা থাকলে, কার্ড  বিহীন সেলফিন থেকে এটিএম বুথে টাকা উত্তোলন করার জন্য নিচের ধাপ গুলো অনুসরণ করুন।



টোকেন সংগ্রহঃ সেলফিন থেকে টাকা উত্তোলন করার নিয়ম

১) প্রথমে সেলফিন অ্যাকাউন্ট লগইন করুন।
২) এরপর Cash Withdraw  অপশন সিলেক্ট করুন। 
৩) তারপর ATM অপশন Select করুন।

৪) এরপর স্ক্রিনে যে ইন্টারফেস দেখতে পাবেন, উপরের দিকে (Source) সিলেক্ট করুন। অর্থাৎ যে একাউন্টে টাকা আছে সেই একাউন্ট সিলেক্ট করুন।
 ৫) Amount অপশনে টাকার পরিমাণ এবং ছয় সংখ্যার গোপন পিন নাম্বার সঠিকভাবে পূরণ করুন।

৬) এরপর Submit বাটনে ক্লিক করুন। 
৭) এরপর যে পেজটি আসবে Screen এ ভালো ভাবে দেখে নিন সব কিছু ঠিক ঠাক আছে কিনা। সব কিছু ঠিক থাকলে  নিচে  Confirm বাটনে ক্লিক করুন।

৮) Success Token 12## ##78  অর্থাৎ স্কিনে দেয়া টোকেন নাম্বরটি মনে রাখুন। কারণ আপনি যখন এটিএম প্রতি টাকা উঠাবেন এই টোকেন নাম্বারটি লাগবে। This token valid for 30 minutes. এর মানে হলো টোকেন নাম্বরটি শুধুমাত্র ৩০ মিনিটের মধ্যে ব্যবহার করা যাবে। ৩০ মিনিট পর যদি এটিএম বুথে টাকা উঠান তাহলে এই Token নাম্বার দিয়ে টাকা তোলা যাবে না।

এটিএম বুথে টাকা উত্তোলন করার জন্য নিকটস্থ ইসলামী ব্যাংকে এটিএম বুথে যান এবং নিচের ধাপগুলো অনুসরণ করুন।

৯) আপনার নিকট ইসলামী ব্যাংকের যে কোন এটিএম বুথে যান।
১০) এরপর এটিএম বুথের হোম স্ক্রিন থেকে কার্ড বিহীন  লেনদেন অপশনটি সিলেক্ট করুন। 
১১) এরপর সেলফিন বাটন নির্বাচন করে পরবর্তী ধাপ বাটনে ক্লিক করুন।

১২) এখন সেলফিন নাম্বারটি দিন এবং পরবর্তী ধাপ বাটনে ক্লিক করুন।
 ১৩) এরপর সংগ্রহ করা টোকেন নাম্বারটি দিন এবং পরবর্তী ধাপ বাটনে ক্লিক করুন।
১৪) এরপর টাকার পরিমাণ দিন এবং সঠিক বাটনে ক্লিক করুন। 

১৫) এরপর মোবাইলে ওটিপি কোড আসলে, ওটিপি কোডটি বসিয়ে দিন এবং পরবর্তী ধাপ বাটন ক্লিক করুন।। 
১৬) অনুগ্রহ করে কিছু সময় অপেক্ষা করুন। টাকা হাতে পেলে Screen এ বাতিল অপশনটি ক্লিক করুন।

আশা করি আপনি কার্ড ছাড়া সেলফিন থেকে এটিএম বুথে টাকা উত্তোলন করার নিয়ম সম্পর্কে বুঝতে পেরেছেন। 

সেলফিন থেকে এমক্যাশ এজেন্ট আউটলেটে টাকা তোলার নিয়ম
How To Cash Withdrawal From Cellfin Account

সেলফিন থেকে এমক্যাশ এজেন্ট আউটলেটে টাকা তোলার নিয়ম

সেলফিন একাউন্ট থেকে ইসলামি ব্যাংকের এমক্যাশ এজেন্ট আউটলেটে টাকা তুলুন সহজেই। সেলফিন একাউন্ট থেকে এমক্যাশ এজেন্ট আউটলেটে Per Transaction ২০,০০০/= টাকা পর্যন্ত লেনদেন করতে পারবেন। ট্রানজেকশন Fee ফ্রি। সেলফিন থেকে এম ক্যাশ এজেন্ট আউটলেটে টাকা তোলার নিয়ম সম্পর্কে জানতে নিজের ধাপ গুলো অনুসরণ করুন। 

ধাপসমূহঃ সেলফিন থেকে এমক্যাশ এজেন্ট আউটলেটে টাকা তোলার নিয়ম

১) প্রথমে সেলফিন অ্যাপ টি ওপেন করুন।
২) এরপর সেলফিন অ্যাকাউন্টে ছয় সংখ্যা গোপন পিন কোড দিয়ে লগইন করুন। 
৩) এরপর অনেকগুলো অপশন দেখতে পাবেন। এখানে Cash Withdraw অপশনটি ক্লিক করুন। 

৪) এরপর mCash Agent অপশনটি ক্লিক করুন। 
৫) এখন সোর্স (Source) সিলেক্ট করুন অর্থাৎ আপনার যে একাউন্টে টাকা আছে সেই অ্যাকাউন্ট সিলেক্ট করুন।
৬) এরপর এম ক্যাশ একাউন্ট নাম্বারটি দিন। 

৭) আপনি যত টাকা পাঠাবেন তার পরিমাণটি অ্যামাউন্ট (Amount) অপশনে লিখুন। 
৮) এরপরের সেলফিনের গোপন পিনটি দিন। 
৯) তারপরে Submit অপশন এ ক্লিক করুন।

এভাবে আপনি খুব সহজেই সেলফিন একাউন্ট থেকে এম ক্যাশ এজেন্ট আউটলেটে টাকা তুলতে পারবেন। 

শেষ কথাঃ

আশা করি আপনারা পোস্টটি পড়ে সেলফিন থেকে টাকা উত্তোলন করার নিয়ম সম্পর্ক বুঝতে পেরেছেন। ইসলামী ব্যাংকের সেলফিন অ্যাকাউন্ট সম্পর্কে অন্যান্য সকল ভিডিও দেখতে আমাদের ইউটিউব চ্যানেলে ভিজিট করুন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url