এড মানি করে বিকাশে টাকা আনার নিয়ম | how to add money in bkash
পোস্ট সূচীপত্রঃ
- ব্যাংক থেকে বিকাশে টাকা আনার নিয়ম
- সোনালী ব্যাংক একাউন্ট থেকে বিকাশে টাকা আনার নিয়ম
- ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে বিকাশে টাকা আনার নিয়ম
- কার্ড থেকে বিকাশে টাকা আনার নিয়ম
- ব্যাংক টু বিকাশ চার্জ
এড মানি করে ব্যাংক থেকে বিকাশে টাকা আনার নিয়ম
ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে এড মানি করে ব্যাংক একাউন্ট বা কার্ড থেকে বিকাশে টাকা আনুন মুহূর্তে। ব্যাংক থেকে বিকাশ একাউন্টে ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে টাকা ট্রান্সফার করার জন্য প্রথমে বেনিফিশিয়ার হিসেবে বিকাশ একাউন্ট এড করে নিতে হবে। আপনি দুইটি সোর্স বা মাধ্যমে অ্যাড মানি করে বিকাশে টাকা আনতে পারবেন যথাঃ
- Bank to bKash
- Card to bKash
ব্যাংক থেকে বিকাশের টাকা আনার নিয়ম |
ব্যাংক থেকে বিকাশের টাকা আনার নিয়ম
- Bank Account
- Internet Banking
ব্যাংক একাউন্ট থেকে বিকাশে টাকা আনার নিয়ম
1. Bank Account: ব্যাংক একাউন্ট থেকে বিকাশ একাউন্টে টাকা আনার জন্য অবশ্যই ব্যাংক একাউন্টে আপনার মোবাইল নাম্বার এবং এনআইডি কার্ড নাম্বার এবং জন্মতারিখ এড করা থাকতে হবে। আর মনে রাখবেন সোনালী ব্যাংক একাউন্টে যে মোবাইল নাম্বার দিবেন সেই মোবাইল নাম্বার দিয়ে যেন বিকাশ একাউন্ট খোলা থাকে।
ব্যাংক একাউন্ট থেকে বিকাশ একাউন্টে টাকা আনার জন্য বিকাশ অ্যাপ এ অনেকগুলো ব্যাংক একাউন্ট দেখতে পাবেন যেমনঃ অগ্রণী ব্যাংক, এবি ব্যাংক লিমিটেড, সোনালী ব্যাংক, প্রাইম ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড আরো অন্যান্য ব্যাংক সমূহ । আমি এই পোস্টে সোনালী ব্যাংক একাউন্ট থেকে বিকাশে টাকা আনার নিয়ম নিয়ে আলোচনা করব। সোনালী ব্যাংক একাউন্ট থেকে বিকাশে টাকা আনার জন্য যে ধাপগুলো অনুসরণ করতে হবে তা নিচে দেওয়া হলঃ
ধাপ সমূহঃ সোনালী ব্যাংক একাউন্ট থেকে বিকাশে টাকা আনার নিয়ম
- প্রথমে আপনার মোবাইল ফোনে বিকাশ অ্যাপ গোপন পিন কোড দিয়ে লগইন করুন এরপর ওপেন করুন।
- এরপর স্কিনে অনেকগুলো অপশন দেখতে পাবেন এখানে Add Money অপশন নির্বাচন করুন।
- এরপর Bank to bKash অপশন নির্বাচন করুন।
- এরপর Bank Account অপশন নির্বাচন করুন। এখন ব্যাংকের নাম নির্বাচন করুন। সোনালী ব্যাংক একাউন্ট থেকে বিকাশে টাকা আনার জন্য সোনালী ব্যাংক নামের উপরে ক্লিক করুন।
- এরপর সোনালী ব্যাংক একাউন্ট নাম্বার যোগ করুন অর্থাৎ সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার এবং ব্যাংক একাউন্ট খোলা আছে যার নামে সে নামটি দিয়ে একাউন্ট নাম্বার যোগ করুন।
- ব্যাংক একাউন্ট যোগ করার সময় সোনালী ব্যাংক একাউন্টে যে মোবাইল নাম্বারটি দেয়া আছে সে নাম্বারে একটি ওটিপি কোড আসবে এরপর প্রতি আসলে সে কোডটি দিন এবং সাবমিট বাটনে ক্লিক করুন। এখন ব্যাংক অ্যাকাউন্টটি সফলভাবে এড হয়ে যাবে।
- এখন অনুরূপভাবে বিকাশ একাউন্ট ওপেন করে অ্যাড মানিতে ব্যাংক টু বিকাশ অপশনে সোনালী ব্যাংক একাউন্টের উপরে ক্লিক করুন। মনে রাখবেন এই সোনালী ব্যাংক একাউন্ট থেকে শুধুমাত্র নিজের বিকাশ একাউন্টে অ্যাড মানি করে টাকা আনা যাবে।
- এখন বিকাশ নাম্বার দিন এরপর টাকার পরিমাণ দিয়ে নিশ্চিত করন করুন। আপনার মোবাইল নাম্বারে একটি otp কোড চলে আসবে ওটিপি কোড দিয়ে সাবমিট বাটনে ক্লিক করুন।
- এরপর ব্যাংক একাউন্ট থেকে অ্যাড মানি সফল হয়েছে লেখাটি স্ক্রিনে দেখতে পারবেন। এভাবে কিন্তু খুব সহজেই সোনালী ব্যাংক একাউন্ট থেকে বিকাশ একাউন্টে টাকা আনতে পারে।
ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে বিকাশে টাকা আনার নিয়ম
বেনিফিশিয়ার ব্যাংক একাউন্ট অ্যাড করার নিয়ম
- প্রথমে অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে ইন্টারনেট ব্যাংকিং একাউন্টে আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।
- এরপর ম্যানেজ বেনিফিশিয়ারি অপশনে যান।
- এখন স্ক্রিনে দেয়া নির্দেশিত ধাপ গুলো অনুসরণ করে বেনিফিশিয়ার হিসেবে আপনার বিকাশ একাউন্ট এড করুন।
- এখন বেনেফিশিয়ার বিকাশ একাউন্টে ফান্ড ট্রান্সফার করুন।
ফান্ড ট্রান্সফার করার নিয়ম
- ইন্টারনেট ব্যাংকিং অ্যাপস বা ওয়েবসাইটের মাধ্যমে একাউন্ট লগইন করুন।
- এরপর ফান্ড ট্রান্সফার অপশন নির্বাচন করুন।
- Source অর্থাৎ যে একাউন্টে টাকা আছে তা নির্বাচন করুন।
- এরপর ফান্ড ট্রান্সফার অপশন হিসেবে বিকাশ একাউন্ট নির্বাচন করুন।
- এখন বেনিফিশিয়ার লিস্ট থেকে বিকাশ একাউন্ট নির্বাচন করুন।
- এরপর টাকার পরিমাণ এবং রেফারেন্স নাম্বার দিন।
- এখন ব্যাংকের লেনদেন করার নীতি অনুযায়ী ফান্ড ট্রান্সফার সঠিকভাবে সম্পন্ন করুন।
কার্ড থেকে বিকাশে টাকা আনার নিয়ম
কার্ড টু বিকাশ: আপনি তিন ধরনের কার্ডের মাধ্যমে কার্ড টু বিকাশ করতে পারবেন যথাঃ