সেলফিন থেকে অন্য ব্যাংকে টাকা পাঠানোর নিয়ম | Cellfin to other bank transfer online
সেলফিন থেকে অন্য ব্যাংকে টাকা পাঠানোর নিয়ম: আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন। আজকের এই পোস্টে আমি আপনাদের জানাবো, সেলফিন থেকে অন্য ব্যাংকে টাকা পাঠানোর নিয়ম। ইসলামী ব্যাংকের সেলফিন একাউন্ট থেকে যেকোনো ব্যাংক একাউন্টে টাকা পাঠানো যায় খুব সহজে। সেলফিন ইসলামী ব্যাংকের একটি ডিজিটাল ওয়ালেট।
সেলফিন থেকে অন্য ব্যাংকে টাকা পাঠানোর নিয়ম |
সেলফিন অ্যাপে ব্যবহারকারী ঘরে বসেই লেনদেন করতে পারে মুহূর্তেই। এ সকল সুবিধা থাকার কারণে ব্যবহারকারীদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।
আরো পড়ুনঃ সেলফিন থেকে টাকা উত্তোলন করার নিয়ম
আপনাদের মধ্যে যারা সেলফিন থেকে অন্য ব্যাংকে টাকা পাঠানোর নিয়ম সম্পর্কে জানতে ইচ্ছুক তাদের জন্য আজকের পোস্টটি অনেক সাহায্যকারী হতে চলছে কারণ সেলফিন থেকে অন্য ব্যাংকে টাকা পাঠানোর দুইটি পদ্ধতি (EFT এবং NPSB) সম্পর্কে এই পোস্টে বিস্তারিত জানতে পারবেন। তাই মনোযোগ সহকারে পোস্টটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে হবে। চলুন শুরু করা যাক -
পোস্ট সূচীপত্রঃ
- সেলফিন থেকে অন্য ব্যাংকে টাকা পাঠানোর নিয়ম
- এনপিএসবি (NPSB) করে টাকা পাঠানের নিয়ম
- বিইএফটিএন (BEFTN) করে টাকা পাঠানের নিয়ম
- ইসলামী ব্যাংক একাউন্ট থেকে অ্যাড মানি করে সেলফিনে টাকা আনার নিয়ম
সেলফিন থেকে অন্য ব্যাংকে টাকা পাঠানোর নিয়ম
সেলফিন থেকে অন্য ব্যাংকে টাকা পাঠানোর নিয়ম |
ধাপসমূহঃ সেলফিন থেকে অন্য ব্যাংকে টাকা পাঠানোর নিয়ম
২) সেলফিন অ্যাপটি ওপেন হয়ে গেলে তাপর Mobile Number ও Password দিয়ে লগইন করুন।
৪) এরপর Screen এ (EFT এবং NPSB) ২ টি অপশন দেখতে পাবেন । আপনি এই ২ টি পদ্ধতির যে পদ্ধতিতে টাকা পাঠাতে চান সেটি সিলেক্ট করুন।
এনপিএসবি (NPSB) করে সেলফিন থেকে অন্য ব্যাংকে টাকা পাঠানোর টাকা পাঠানের জন্য নিচের ধাপগুলি অনুসরণ করুন
বিইএফটিএন (BEFTN) করে সেলফিন থেকে অন্য ব্যাংকে টাকা পাঠানোর জন্য নিচের ধাপগুলি অনুসরণ করুন -
১১) যে ব্যাংকে টাকা পাঠাবেন সেই ব্যাংক, ব্যাংকের শাখা এবং কোন ধরনের অ্যাকাউন্ট ধরন সিলেক্ট করুন।
১২) এরপর Receiver Name, Receiver Account Number, টাকার পরিমাণ, পেমেন্ট রেফারেন্স, এবং সেলফিনের গোপন পিন নাম্বর দিন। তারপর Submit অপশনে Click করুন।
১৩) এরপর আবার Confirm বাটনে Click করুন। আপনার মোবাইলে একটি 6 Digit Otp Code আসলে, তা সঠিকভাবে ঘরে বসিয়ে দিন এবং Confirm অপশনে Click করুন।
১৪) Success BEFTN Transfer অর্থাৎ আপনার দেয়া অন্য ব্যাংক একাউন্ট নাম্বারে সফলভাবে টাকা ট্রান্সফার হয়ে গিয়েছে।
ইসলামী ব্যাংক একাউন্ট থেকে অ্যাড মানি করে সেলফিনে টাকা আনার নিয়ম
- প্রথমে আপনার মোবাইলে সেলফিন অ্যাপ প্লে স্টোর থেকে ডাউনলোড করে ইন্সটল করুন। এরপর সেলফিনের গোপন পিনকোড দিয়ে লগইন করুন।
- এরপর স্কিনে অনেকগুলো অপশন দেখতে পাবেন। উপরে বাম কোনায় Add Money অপশন নির্বাচন করুন।
- এরপর অ্যাকাউন্ট সোর্স সিলেক্ট করুন। এখানে ভিসা/ মাস্টার কার্ড, ব্যাংক একাউন্ট, কার্ড, এবং এম ক্যাশ সোর্স রয়েছে। ইসলামী ব্যাংক একাউন্ট থেকে টাকা আনার জন্য Bank Account এই অপশন নির্বাচন করুন।
- এরপর টাকার পরিমান লিখুন এবং সেলপিনের পিন নাম্বার দিয়ে Submit বাটনে ক্লিক করুন। এখন স্কিনে সবকিছু দেখে নিবেন ঠিকঠাক আছে কিনা থাকলে Confirm বাটনে ক্লিক করুন।
- এরপর আপনার মোবাইলে একটি প্রতিটি কোড চলে আসবে। এখন কোডটি দিয়ে Confirm বাটনে ক্লিক করুন। কিছু সময়ের মধ্যেই স্কিনে Success Bank A/C To Cellfin পেজ দেখতে পাবেন। এভাবে কিন্তু আপনি খুব সহজেই ইসলামী ব্যাংক একাউন্ট থেকে অ্যাড মানি করে সেলফিনে টাকা আনতে পারবেন।