বিকাশ ক্যাশ আউট করে টাকা পাঠানোর নিয়ম: আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন। আজকের এই পোস্টে আমি আপনাদের জানাবো, বিকাশ ক্যাশ আউট করে টাকা পাঠানোর নিয়ম। বিকাশ পার্সোনাল একাউন্ট থেকে এজেন্ট নাম্বারে ক্যাশ আউটের মাধ্যমে টাকা পাঠানো যায় খুব সহজে।
|
বিকাশ ক্যাশ আউট করে টাকা পাঠানোর নিয়ম |
বিকাশ পার্সোনাল নাম্বার থেকে *247# বা Bkash App এর সাহায্যে বিকাশ এজেন্ট এবং ATM Booth থেকে টাকা ক্যাশ আউট করে টাকা তোলা যায় । এছাড়াও Bkash to Bank করে ইন্টারনেট ব্যাংকিং এর সাহায্যে ব্যাংকে টাকা পাঠানো যায়।
বিকাশে সকল ক্যাশ আউটের জন্য সার্ভিস চার্জ দিতে হয়। Bkash পার্সোনাল নাম্বার থেকে বিকাশ এজেন্ট, প্রিয় নাম্বার, এবং এটিএম বুথ এর আলাদা আলাদা চার্জ হয়ে থাকে। তাই বিকাশ ক্যাশ আউট করার পূর্বে অবশ্যই এ চার্জ সম্পর্কে জেনে রাখা ভালো।
আপনাদের মধ্যে যারা বিকাশ ক্যাশ আউট করে টাকা পাঠানোর নিয়ম সম্পর্কে জানতে ইচ্ছুক তাদের জন্য আজকের পোস্টটি অনেক সাহায্যকারী হতে চলছে কারণ বিকাশ ক্যাশ আউট করে টাকা পাঠানোর নিয়ম সম্পর্কে এই পোস্টে বিস্তারিত জানতে পারবেন। তাই মনোযোগ সহকারে পোস্টটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে হবে। চলুন শুরু করা যাক -
পোস্ট সূচীপত্রঃ
- বিকাশ ক্যাশ আউট করে টাকা পাঠানোর নিয়ম
বিকাশ এজেন্ট থেকে ক্যাশ আউট করার নিয়ম
- *২৪৭# ডায়াল করে বিকাশে ক্যাশ আউট করার নিয়ম
- বিকাশ অ্যাপ থেকে ক্যাশ আউট করার নিয়ম
- এটিএম (ATM) থেকে বিকাশ ক্যাশ আউট করার নিয়ম
|
বিকাশ এজেন্ট থেকে ক্যাশ আউট করে টাকা পাঠানোর নিয়ম |
বিকাশ ক্যাশ আউট করে টাকা পাঠানোর নিয়ম
প্রথমে নিকটস্থ যে কোন বিকাশ এজেন্ট এর কাছে যান। ক্যাশ আউট করার পূর্বেই প্রথমে দেখে নেবেন আপনার বিকাশ একাউন্টে পর্যাপ্ত ব্যালেন্স আছে কিনা। ব্যালেন্স চেক করা হয়ে গেলে এরপর নিচে দেয়া নিয়ম অনুযায়ী ক্যাশ আউট সম্পন্ন করবেন।
ধাপ সমূহঃ বিকাশ এজেন্ট থেকে ক্যাশ আউট করার নিয়ম
১) প্রথমে যেকোনো নিকটস্থ বিকাশ এজেন্ট এর কাছে যান।
২) এরপর আপনি কত টাকা ক্যাশ আউট করতে চান সেই পরিমাণ বিকাশ এজেন্ট এর কাছে বলুন যে তিনি ওই পরিমাণ ক্যাশ আউট করতে পারবে কিনা।
মনে রাখবেন পাঁচ হাজার টাকার বেশি ক্যাশ আউট করতে হলে অবশ্যই আপনার ছবিযুক্ত আইডি কার্ডের নাম্বারটি দিতে হবে।
৩) এরপর আপনার বিকাশ একাউন্ট নাম্বার এবং টাকার পরিমান বিকাশ এজেন্ট এর রেজিষ্টারে লিপিবদ্ধ করুন।
৪) এরপর আপনার মোবাইল থেকে *247# ডায়াল করুন।
৫) ক্যাশ আউট সিলেক্ট করুন।
৬) ফ্রম এজেন্ট সিলেক্ট করুন।
৭) এরপর বিকাশ এজেন্ট এর কাছ থেকে এজেন্টের মোবাইল নাম্বারটি নিয়ে আপনার মোবাইলে বিকাশ অপশনে সেট করুন।
৮) মোবাইল নাম্বার Fill up করা হয়ে গেলে এরপর টাকার পরিমান লিখুন।
৯) এরপর আপনার বিকাশ মেনুতে ৬ সংখ্যার গোপন পিন দিয়ে বিকাশ ক্যাশ আউট সম্পন্ন করুন।
ক্যাশ আউট হওয়ার সাথে সাথে আপনার এবং বিকাশ এজেন্টের মোবাইল নাম্বারে একই সাথে কনফার্মেশন মেসেজ যাবে। এজেন্টের কাছে টাকা বুঝে নিন এবং এজেন্ট এর রেজিস্টারে স্বাক্ষর করুন।
বিকাশ অ্যাপ থেকে ক্যাশ আউট করার নিয়ম
- প্রথমে আপনার স্মার্টফোনে বিকাশ অ্যাপ প্লে স্টোর থেকে ডাউনলোড করে ইন্সটল করে নিন। তারপর বিকাশ অ্যাপ ওপেন করুন।
- এরপর বিকাশের গোপন পিন নাম্বার দিয়ে লগইন করুন।
- এখন স্ক্রিনে অনেকগুলো অপশন দেখতে পাবেন। উপরে Cash Out অপশনটি নির্বাচন করুন।
- এরপর Agent অপশন নির্বাচন করুন এবং এজেন্ট মোবাইল নাম্বার দিন । তারপর Tap to Continue লেখার উপরে ক্লিক করুন।
- এরপর টাকার পরিমাণ লিখুন এবং ডান পাশের চিহ্নে ক্লিক করুন।
- এরপর বিকাশের পিন নাম্বার দিন এবং ডান পাশে চিহ্নে ক্লিক করুন।
- এরপর Tap and hold for cash out এই অপশনটি প্রেস করুন। কিছুক্ষণের মধ্যে Your cash out is successful স্কিনে লেখাটি দেখতে পাবেন।
এভাবে আপনি খুব সহজেই বিকাশ অ্যাপ থেকে এজেন্ট নাম্বারে ক্যাশ আউট করে টাকা পাঠাতে পারবেন।
এটিএম (ATM) থেকে বিকাশ ক্যাশ আউট করার নিয়ম
নির্দিষ্ট এটিএম বুথ থেকে বিকাশ ক্যাশ আউট করা যায় সহজেই। আরে এতে খরচও হয় অনেক কম। মোবাইলে বিকাশ অ্যাপ বা *২৪৭# কোড ডায়াল করে ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক এবং যেকোনো Q-Cash এটিএম বুথ থেকে ক্যাশ আউট করে টাকা তোলা যাবে মুহূর্তেই। মাত্র কয়েকটি ধাপ অনুসরণ করেই এটিএম থেকে বিকাশ ক্যাশ আউট করে টাকা উত্তোলন করা যাবে।
কিভাবে এটিএম থেকে ক্যাশ আউট করতে হয় এখন আমি ধাপে ধাপে আলোচনা করব তাই মনোযোগ সহকারে পোস্টটি পড়ুন।
ব্র্যাক ব্যাংক এটিএম থেকে ক্যাশ আউট
এটিএম বুথ থেকে টাকা তোলার পূর্বে বিকাশ একাউন্ট থেকে একটি সিকিউরিটি কোড সংগ্রহ করতে হবে। কিভাবে সিকিউরিটি কোড পাবেন তা জানতে নিচের ধাপ গুলো অনুসরণ করুন।
প্রথম ধাপঃ এটিএম থেকে ক্যাশ আউটের জন্য সিকিউরিটি কোড সংগ্রহ -
১) প্রথমে আপনার মোবাইল ফোনে ডায়াল করুন *২৪৭# অথবা বিকাশ অ্যাপে পিন কোড দিয়ে লগইন করার পর Cash Out অপশনে ক্লিক করুন।
২) এরপর From ATM অপসন নির্বাচন করুন। বিকাশে পিন নাম্বার দিন। কিছুক্ষণের মধ্যেই আপনার মোবাইলে একটি সিকিউরিটি কোড আসবে। কোডটি পাঁচ মিনিট সক্রিয় থাকবে অর্থাৎ পাঁচ মিনিটের ভিতরে ব্যবহার করতে হবে। আর কোডটি একবারেই ব্যবহার করা যাবে।
দ্বিতীয় ধাপঃ এটিএম থেকে টাকা উত্তোলন -
৩) এটিএম বুথে হোমস্কিনের নিচের দিকে বাম কোনায় bKash Cash Out বাটনে ক্লিক করুন এবং ভাষা সিলেক্ট করুন।
৪) এরপর আপনার বিকাশ নাম্বারটি দিন। যত টাকা ক্যাশ আউট করতে চান সে পরিমাণটি দিন। তারপর সিকিউরিটি কোডটি দিন।
৫) এখন আপনার দেয়া তথ্যাদি যাচাই করে দেখুন এবং নিশ্চিত করুন। এখন টাকা সংগ্রহ করুন সাথে রিসিট গ্রহণ করুন। কিছুক্ষণের মধ্যে আপনার মোবাইলে একটি কনফার্মেশন মেসেজ পাবেন।
শেষ কথা: